নিজস্ব প্রতিনিধি: “কাঙ্খিত শিক্ষা পেতে যেমন শিক্ষক চাই, শিক্ষক সংকট ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশন’র আয়োজনে ডি.বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে ‘মা’ ফাউন্ডেশন’র চেয়ারম্যান বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে স্মার্ট ডি.বি ইউনাইটেড হাই স্কুলের আয়োজনে আলোচনা সভা ও ‘মা’ ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল তার বক্তব্যে বলেন, “শিক্ষকরা মানুষ গড়ার কারিগর এবং এই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে মা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধনা দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। প্রতিবছরে বিশ^ শিক্ষক দিবসে ‘মা’ ফাউন্ডেশন শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ উৎসাহ বাড়াতে তাদেরকে সংবর্ধনা দিয়ে থাকে। তারা উৎসাহিত হলে উন্নত শিক্ষা ব্যবস্থায় অনুপ্রাণিত হবে। ”
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতি, ধুলিহর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক কুমার মল্লিক, ডি.বি ইউনাইটেড হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক ফয়জুল হক বাবু, সুকুমার সরকার, আবুল হাসান প্রমুখ।
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, “সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা যেমন শ্রম দেয়। তেমনি আমরা শিক্ষকরাও তাদের থেকে বেশি শ্রম দেয়। কিন্তু আমাদের চেয়ে তারা বেশি বেতন-ভাতা পায়। কিন্তু আমরা মানুষ গড়ার কারিগর হয়ে কেন বেতন-ভাতা পায়না। আমরা বেতন-ভাতা আদায়ের জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হয়। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল বৈষম্য দুর করে শিক্ষকদের নায্য দাবি মেনে নেবেন এবং শিক্ষকদের জন্য উৎসব ভাতা প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।”
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘মা’ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি শিক্ষকদের শুভেচ্ছা উপহার ও ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এবং ডি.বি ইউনাইটেড হাই স্কুলের সকল শিক্ষককে ও ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় স্মার্ট ডি.বি ইউনাইটেড হাই স্কুলের শিক্ষক ও সংবর্ধিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাই স্কুলের সহকারী শিক্ষক রমেশ সরদার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]