নিজস্ব প্রতিনিধি: " শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরার আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচাল নাজমুন নাহার, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমুখ, সাতক্ষীরা ফায়ার সার্ভিস অফিসের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা, বিএডিসি সাতক্ষীরা জোনের সহকারী প্রকৌশলী মো. ইবনে সিনা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর মো. নাসির উদ্দিন প্রমুখ। এ সময় জেলা শিশু একাডেমির কর্মকর্তা, শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]