
আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বৈচিত্র্য ও স¤প্রীতি উৎসব-২০২৫’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরায় ফোর্ব ইয়ুথ নেটওয়ার্ক ও ফোর্ব ফোরাম এর আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়। বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষ এতে অংশ নিয়ে স¤প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। উৎসবে অধ্যক্ষ পরিত্র মোহন দাশ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় তিনি বলেন, “আজকের এই ‘বৈচিত্র্য ও স¤প্রীতি উৎসব’ শুধু একটি অনুষ্ঠান নয়; এটি আমাদের সমাজের হৃদয়ের ধ্বনি। এখানে আমরা দেখছি বর্ণ, ভাষা, ধর্ম, লিঙ্গ কিংবা পরিচয়ের ভিন্নতা কীভাবে এক সুতোয় গেঁথে এক অসাধারণ শক্তিতে পরিণত হয়। বৈচিত্র্য মানে আলাদা হওয়া নয়- বৈচিত্র্য মানে একসঙ্গে এগিয়ে যাওয়া। যেখানে ভিন্নতার জন্য শ্রদ্ধা থাকে, সেখানেই সত্যিকারের উন্নয়ন সম্ভব হয়। আমরা যদি সত্যিই একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ সমাজ চাই, তাহলে প্রথম শর্ত হলো- পরস্পরের প্রতি সম্মান। সংকীর্ণতা নয়, উদারতা হবে আমাদের পথচলার ভিত্তি। আমি বিশ্বাস করি, সমাজ তখনই শক্তিশালী হয়ে ওঠে, যখন তার প্রতিটি মানুষ নিজেদের মতো করে বেড়ে ওঠার সুযোগ পায়। কেউ কারও প্রতিযোগী নয়; আমরা সবাই একে অপরের শক্তি। চলুন আজ হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি- আমরা বৈচিত্র্যকে সম্মান করব, সম্প্রীতিকে সুরক্ষা দেব, ভিন্নতার মাঝে ঐক্য খুঁজে নেব। এভাবেই আমরা গড়ব শান্তির সাতক্ষীরা, গড়ব সমতার বাংলাদেশ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আক্তারুজ্জামান, ফোর্ব প্রজেক্টের প্রোগ্রাম এডভাইজার রুহি নাজ, দ্য হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চল’র আঞ্চলিক সমন্বয়কারী মো. মাসুদুর রহমান, সহকারী পালক পুরহিত ফাদার আশিষ রোজারিও, সেবাইত ও পুরহিত প্রশিক্ষক দিবাকর ভর্ট্রাচার্য দেবু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, ম্যানগ্রোভ প্রকাশক কবি স. ম. তুহিন, আমাদের সময় পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, হেনরী সরদার, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার বার্তা সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
উৎসবে নাচ, গান, নাটক, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
দিনের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ আশেক ই এলাহী ও দ্য হাঙ্গার প্রজেক্ট-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা খাতুন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]