জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে "স্পিক আপ" প্রকল্পের আগরদাঁড়ী ইউনিয়নের ০৫নং ওয়ার্ড এর ইন্দিরা শিশু ও যুব দলের গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগষ্ট) বিকালে আগরদাঁড়ী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ইন্দিরায় শিশু ও যুব দল গঠন সভা অনুষ্ঠিত হয়।
শিশু ও যুব দলের গঠন সভায় আগরদাঁড়ী ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের ২০ জন শিশু সদস্য ও ৫ জন ইয়ূথ সদস্য উপস্থিত ছিলেন। এসময় "স্পিক আপ" প্রকল্পের শিশু ও যুব দলের কাজ কি, শিশুরা ও যুবরা কিভাবে কাজ করবে, দলের সদস্য হতে গেলে কি ধরনের আচরণ বিধি মেনে চলতে হবে প্রভৃতি সম্পর্কে উপস্থাপন করেন "স্পিক আপ" প্রকল্পের সাতক্ষীরা প্রজেক্ট অফিসার মো. আব্দুল মান্নান।
এসময় ব্রেকিং দ্য সাইলেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। "স্পিক আপ" প্রকল্প স্বাধীনভাবে মতামত প্রকাশ, যৌন নির্যাতন, যৌন হয়রানি এবং যৌন শোষণ প্রতিরোধ এবং নিরাপদে ডিজিটাল মাধ্যম ব্যবহার কিভাবে করতে হয় সে সম্পর্কে বলা হয়। উল্লেখ্য যে, সাতক্ষীরা সদরের সাতক্ষীরা পৌরসভা, আলিপুর ইউনিয়ন, আগরদাঁড়ী ইউনিয়ন ও বল্লী ইউনিয়ন এ মোট ২০ টি শিশু ও যুব দল গঠন করা হবে যারা "স্পিক আপ" প্রকল্পের মাধ্যমে শিশু যৌন নির্যাতন ও নিরাপদে ইন্টারনেট ব্যবহারে সক্রিয় ভূমিকা রাখবে।
স্পিক আপ ও ব্রেকিং দ্য সাইলেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনার উপরে শিশু ও যুব দল গঠন সভায় কুইজ প্রতিযোগিতা করা হয় এবং বিজয়ের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত শিশু ও যুব দলের গঠন সভায় উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর "স্পিক আপ" প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার মো. মনির হোসেন ও আফরোজা সুলতানা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]