জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে "স্পিক আপ" প্রকল্পের আলোকে সিএসওদের ক্যাপাসিটি নিড এ্যাসেসমেন্ট ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা এল্লারচর ফিংড়ি চিংড়ি চাষ প্রদর্শনী খামারে এই ক্যাপাসিটি নিড এ্যাসেসমেন্ট ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদরের ১১টি সিএসও প্রতিষ্ঠানের ৩২জন এই ওয়ার্কসপ এ অংশগ্রহণ করেন। ওয়ার্কসপ পরিচালনা করেন ঢাকার ইন্সটিটিউট অফ প্রোফেশনাল ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট (আইপিটিএম) হেড অপ অপারেশন মাহমুদা আক্তার খান, অফিসার সুদীপ চন্দ্র মন্ডল, ট্রেনিং স্পেশালিস্ট জেবুন নাহার খান। এসময় তারা উপস্থিত সিএসও প্রতিষ্ঠানের সক্ষমতা, দূর্বলতা ও কারিগরি সহায়তা বিষয়ক সেশন পরিচালনার মাধ্যমে দুটি মডিউল তৈরি করা হবে জানান।
প্রোগ্রামের শুরুতে "স্পিক আপ" প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. নূর জামান প্রকল্প কিভাবে সিএসএসও দের সাথে কাজ করবে সে বিষয়ে তুলে ধরেন এবং প্রেজেনটেশন উপস্থাপন করেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।
উক্ত নিড এ্যাসেসমেন্ট ওয়ার্কসপে কনসালটেন্টদের সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর "স্পিক আপ" প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল মান্নান, প্রজেক্ট একাউন্টেন্ট শুভেন্দু বর, কমিউনিটি অর্গানাইজার মো. মনির হোসেন ও আফরোজা সুলতানা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]