জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স এর “স্পিক আপ” প্রকল্পের আওতায় সার্ভিস ম্যাপিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় ব্রেকিং দ্য সাইলেন্স এর "স্পিক আপ" প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা সদরের এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামারে সার্ভিস ম্যাপিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে শিশু ও যুবকরা অনলাইনে অপব্যবহার, যৌন হয়রানি, সহিংসতা এবং ডিজিটাল সচেতনতার অভাবে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। যদিও অনলাইন প্ল্যাটফর্মে মতামত প্রকাশের সুযোগ রয়েছে, তথাপি অনলাইন সহিংসতা ও শোষণের কারণে (বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে) তারা নিজেদের গুটিয়ে নিচ্ছে। ব্রেকিং দ্য সাইলেন্স'র স্পিক আপ প্রকল্পের মাধ্যমে শিশু ও যুবকদের অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করে সাইবার বুলিংসহ অনলাইন ও অফলাইন যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। “স্পিক আপ” প্রকল্পের আওতায় শিশুর অধিকার লংঘনসহ অনলাইন যৌন শোষণ ও নির্যাতনের শিকার ভূক্তভোগীদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদ্যমান সেবাসমূহ চিহ্নিত করে সেবা প্রাপ্যতা সহজ করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে সার্ভিস ম্যাপিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা দলীয় কাজের মাধ্যমে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রদত্ত সেবাসমূহ চিহ্নিত করেন এবং সেবাসমূহের প্রাপ্যতায় প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে তা উন্নয়নের জন্য সুপারিশ তুলে ধরেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর ম্যানেজার প্রোগ্রাম মো. শরিফুল ইসলাম ও মিল কোর্ডিনেটর মো. মেহেদী হাসান। "স্পিক আপ" প্রকল্পের শুভেন্দু বর, মো. আব্দুল মান্নান, মো. মনির হোসেন ও আফরোজা সুলতানা।
সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন, "স্পিক আপ" প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি মো. নূর জামান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]