সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স'র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে (২৯ মে) সাতক্ষীরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বে-সরকারি উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশ'র সহায়তায় "ব্লু ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস" প্রকল্পের অংশ হিসেবে ব্রেকিং দ্য সাইলেন্স'র আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এই প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।
প্রকল্পের লক্ষ্য হল উপকূলীয় এলাকার জনগোষ্ঠীকে প্রাকৃতিক সম্পদ এবং স্থানীয় বাস্তুতন্ত্র বা ইকো-সিস্টেম ব্যবস্থাপনার বিষয়ে তাদের অধিকার ও সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষমতায়িত করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্য সাইলেন্স'র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য স্থানীয় সরকার, সাতক্ষীরা'র উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাশরুবা ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান রাসেল, ব্রেকিং দ্য সাইলেন্স'র প্রকল্প ব্যবস্থাপক মো. মেরাজ হোসেন, অক্সফাম ও কোডেক সহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যান, মেম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স'র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ মো. শরিফুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]