সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মহিউসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছাত্রদের আলোক চাহিদা মেটাতে সোলার প্যানেল প্রদান করে আল নূর ফাউন্ডেশন।
২২ শে মার্চ সোমবার সকাল ১১টায় আল নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে হেফজোখানা ও এতিমখানার প্রধান শিক্ষক মোঃ আরিফ বিল্লাহ সবুজ ও শিক্ষক হাফেজ ইয়াছিন আরাফাতের নিকট সোলার প্যানেলটি তুলে দেন সংগঠনের এডমিন ফিরোজ শাহ ও আল নূর হাসপাতালের মার্কেটিং অফিসার মোঃ আহসান উল্লাহ।
এ সময় সংগঠনের উপদেষ্টা ও আল নূর হাসপাতালের চেয়ারম্যান হাফেজ মোঃ হাবিবুল্লাহ বলেন, আল নূর ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকি। ইতিপূর্বে আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমেরিকা প্রবাসী আফসানা শারমিন ও নাম প্রকাশে অনিচ্ছুক মালয়েশিয়া প্রবাসী এবং সাতক্ষীরার কয়েক জন স্বহৃদয় বান বেক্তিদের আর্থিক সহযোগিতায় ছাত্রদের মাঝে পাগড়ি, কোরআন শরীফ ও রিহ্যাল প্রদান করা হয়।গত সোমবার প্রবাসী ও দেশের কিছু স্বহৃদয় বান বেক্তিদের সহযোগিতায় একটি সোলার প্যানেল প্রদান করা হয়। এছাড়াও আল নূর ফাউন্ডেশন বিভিন্ন প্রতিষ্ঠানে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে তাদের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকবে।
এছাড়া সংগঠনের উপদেষ্টা ও আল নূর হাসপাতালের নির্বাহী পরিচালক গোলাম রব্বানি বলেন, বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করতে আগামী ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আল নূর হাসপাতাল ও আল নূর ফাউন্ডেশন এর সমন্বয়ে হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেছে প্রতিষ্ঠান টি, সেখানে তারা শতাধিক রোগীকে সেবা দেওয়ার ইচ্ছা পোষণ করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]