নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্মী জেসমিন নাহার’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পত্মী শিল্পী দাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নুসরাত জাহান অনন্যা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মহিলা সমিতির সভাপতি সাহানা আক্তার বুলু।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী এ্যাড. ফরিদা আক্তার বানু, জেলা পরিষদের সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, মিসেস ইসমত আরা, লাবনী দত্ত, জ্যোৎস্না দত্ত প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন আক্তার চন্দন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]