আবুল কাসেম: সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী এলাকায় মাছের ঘেরে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ হোসেন (৩২) নামের এক ঘের চাষির মৃত্যু হয়েছে।
শনিবার সকালে এ ঘটনা ঘটে।
তিনি সাতক্ষীরা পৌরসভার পারকুখরালী দক্ষিণ পাড়া এলাকার আবুল খায়েরের ছেলে।
কুখরালী এলাকার বাসিন্দা ও গণমাধ্যমকর্মী রাহাত রাজা জানান,ফিরোজ হোসেনের কুখরালী এলাকায় মাছের ঘেরে মাছ চাষ করেন। ঘেরের জমিতে পানি দেওয়ার জন্য তিনি সকালে স্যালো টিউবওয়েলের সুইচ দেন। এসময় অসাবধানতাবশত: লিকেজ হওয়া বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]