শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : ধর্মীয় শিক্ষার প্রসার ও হিফযুল কুরআনের শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে মাদরাসাতুল আল ফুরক্বানের বার্ষিক প্রীতি সম্মেলন ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজনটি সম্পন্ন হয়।
মাদরাসার সভাপতি মোঃ মোশাররফ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, কলারোয়া সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু ও ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুর রহমান।
সম্মেলনটি শিক্ষামূলক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ছিল। শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে ইসলামি সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। হিফযুল কুরআনের ১২ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয় এবং তাদের অভিভাবকদের মাঝে জায়নামাজ ও টুপি দেওয়া হয়। সার্বিক ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন মাদরাসাতুল আল-ফুরক্বানের অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহামুদুল হাসান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]