নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় “প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণ-হোপ” প্রকল্পের উপজেলা পর্যায়ে মানবাধিকার সুরক্ষা (সিএসও) কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের মিনি মার্কেট সংলগ্ন ম্যানগ্রোভ হলরুমে রিচার্স ইনিশিয়েটিভস্, বাংলাদেশ (রিইব) এ সভার আয়োজন করে।
‘নেটজ বিডি’ এর সহায়তায় অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা সদর সিএসও কমিটির সভাপতি অ্যাড. রফিকুল ইসলামের সভাপতিত্বে রিইব এর হোপ প্রকল্পের এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর সিএসও কমিটির সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম, গৌরপদ দাস, মো. আলী আকবার, মো. আসাদুজ্জামান লাভলু, আ: মোহায়মিন প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলা সিএসও কমিটিরি ত্রৈমাসিক সভায় সিএসও সদস্যরা বিগত সভার কার্যবিবরণী অনুযায়ী তাদের কার্যক্রমের অগ্রগতি ও সফলতার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, সদর উপজেলা সিএসও’র কয়েকজন সদস্য সম্প্রতি একটি বাল্য বিয়ে পন্ড করেছেন। এছাড়া সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর কিছু সংখ্যক মানুষকে সরকারী বিভিন্ন অনুদানের অর্থ প্রাপ্তিতে সহায়তা, অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা, নারী নির্যাতন প্রতিরোধে আইনী সহায়তার ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের সামাজিক ও মানবাধিকারভিত্তিক কাজ করেছেন।’ এছাড়া আগামীতে সাতক্ষীরা সদর সিএসও সদস্য কর্তৃক সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর কিশোরীদের বিনামূল্যে সহায়ক শিক্ষাদান, কিশোরীদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সিএসও সদস্যরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]