
সাতক্ষীরায় জলবায়ু-পরিবর্তন এবং অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূত করার জন্য এক মিডিয়া অ্যাডভোকেসি সভা বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় শহরের অদূরে তালতলা এলাকায় সোনার বাংলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস খুলনা অঞ্চলের ডিআরআর এবং সিসিএ প্রকল্পের আওতায় এই অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে ও কারিতাস খুলনা অঞ্চলের ডিআরআর প্রকল্পের সমন্বয়কারি মোঃ ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
সভায় মুল বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন, কুয়েটের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, কারিতাস কর্মকর্তা কামাল হোসেন।
মুক্ত আলোচনায় অংশ নেন, রুহুল কুদ্দুস, মোস্তাফিজুর রহমান উজ্বল, ফারুক মাহবুবুর রহমান, মোঃ আবু সাইদ বিশ্বাস, আক্তারুজজামান বাচ্চু, মুহাঃ জিললুর রহমান, গোলাম সরোয়ার, এসএম রিজাউল করিম, আমিরুজ্জামান বাবু, ইব্রাহিম খলিল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়, বন্যা এবং লবণাক্ততা বৃদ্ধির মতো পুনরাবৃত্তিমূলক দুর্যোগের শিকার। এসব বিপর্যয়ে হাজার হাজার মানুষকে নগর বস্তিতে পাড়ি দিতে বাধ্য করছে, যেখানে তারা নতুন আর্ত্মসামাজিক সংকটে পড়ছে এবং প্রয়োজনীয় নথিপত্রের অভাব ও অনিরাপদ বাসস্থানের কারণে সামাজিক সুরক্ষার আওতার বাইরে থেকে যাচ্ছে।
তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এখন একটি দৃশ্যমান বাস্তবতা। এই জনগোষ্ঠীকে জাতীয় সামাজিক সুরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা সময়ের দাবি। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তুলতে পারি। এক্ষেত্রে কারিতাসের মতো মাঠভিত্তিক সংস্থার গবেষণা ও সুপারিশ ভবিষ্যতের নীতি প্রনয়ণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, বর্তমান সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো মূলত স্থায়ী জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত এবং এগুলো ভ্রাম্যমাণ বা বাস্তুুচ্যুত জনগোষ্ঠীর বিশেষ চাহিদা মেটাতে অপ্রতুল। তারা উদ্ভাবনী, অভিঘাত সহনশীল এবং নীতিগতভাবে সমন্বিত ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
তারা অভ্যন্তরীন অভিবাসীদের জন্য সামাজিক সুরক্ষা, তাদের কর্মসংস্থানসৃষ্টি, গৃহহীনদের বাসস্থানের সুবিধা নিশ্চিত করা সহ টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]