নিজস্ব প্রতিনিধি : " গণিতের ভয়, করব জয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মেরিট পরিবারের উদ্যোগে আঞ্চলিক ১০ম গণিত উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে মেরিট শিক্ষা পরিবারের আয়োজনে এ দশম আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হয়। মেধার বিকাশ ঘটাতে আঞ্চলিক গণিত উৎসবে সাতক্ষীরায় প্রায় এক হাজার শিক্ষার্থী এক ঘন্টা ব্যাপী এ পরীক্ষায় অংশ নেয। ২০১৬ সাল থেকে মেরিট পরিবার এ গণিত উৎসব আয়োজন করে যাচ্ছে।
প্রথম শ্রেণী হতে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ গণিত উৎসব অনুষ্ঠিত হয়। আগামী ২৭ সেপ্টেম্বর দশম আঞ্চলিক গণিত উৎসবের ফলাফল প্রকাশ করা হবে। গণিত উৎসবে প্রতি ক্লাসে উপস্থিতির ১৫% মেধা ক্রমে শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হবে।
দশম আঞ্চলিক গণিত উৎসবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, মেরিট পরিবারের পরিচালক মো. রাসেল হোসেন রাজ, মেরিট পরিবারের তাপস দাস, শরিফুল ইসলাম, সাদ্দাম হোসেন, শেখ আল মামুনসহ মেরিট পরিবারের সদস্য ও অভিভাবক বৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]