আবু সাঈদ: সাতক্ষীরা জেলায় মোট দূর্গা পূজা অনুষ্ঠিত হবে ৫৫০ টি মন্ডপে, সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আনসার ভিডিপির ৩৪৯৬ জন সদস্য l মঙ্গলবার থেকে হিন্দু সম্প্রদায় এর সব চেয়ে বড় অনুষ্ঠান দূর্গাপূজা শুরু হয় এবং শেষ হবে বিজয় দশমীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। পূজা উপলক্ষ্যে আইন শৃংখলা এর পরিবেশ ভালো রাখতে ইতিমধ্যে প্রশাসনের একাধিক আলোচনা সভাসহ ও পূজা উদযাপন জেলা ও উপজেলা কমিটির সাথে সর্বক্ষেত্রে যোগাযোগ রাখা এবং নির্বিগ্নে ধর্মীয় উৎসব পালন করার জন্য প্রস্তুত রয়েছে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্য বৃন্দ।
মঙ্গলবার(০৮ অক্টোবর) সকাল ১০ টার সময় সাতক্ষীরা জেলা আনসার ভিডিপি কার্যালয়ে, জেলা কমান্ড্যান্ট আরশাফুজ্জামান আনসার সদস্যদের প্রতি দায়িত্ব বান হওয়া ও নিজ নিজ ভাবে সরকারের অর্পিত দায়িত্ব পালনে অবহেলা না করার জন্য আহবান করেন। তিনি আরো বলেন জেলার কোনো পূজা মন্ডপে যেন কেউ বিশৃঙ্খলা সহ আইন ভঙ্গ না করে সেদিকে নজর রাখবেন। আর যদি কেউ আইন ভঙ্গ করার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে জরুরি ৯৯৯ নং ফোন দেওয়া সহ দুশকৃতদের কর্মকাণ্ড মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করাসহ যথাযথ ব্যবস্থা নেওয়া ইত্যাদি। এসময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান। সার্কেল এডজুট্যান্ট মিয়াজান মোড়ল, উপজেলা আনসার ভিডিপি অফিসার মাহফুজুর রহমান, টি আই ইশার আলী সহ অন্যান্য ব্যক্তিগন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]