আবু সাঈদ,সাতক্ষীরার: সাতক্ষীরায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭ম শ্রেণী পড়ুয়া ১৪ বছরের এক মাদ্রাসা ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর দুপুর এ বাল্যবিবাহ বন্ধ করা হয় । সূত্রে জানা যায় সাতক্ষীরা সদরের আগড়দাঁড়ি ইউনিয়নের বেদেপোতা গ্রামের মাসুদ রানার কন্যা(১৪) সে আগর দাড়ী মহিলা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার মোবাইল কোর্টের মাধ্যমে এ বাল্যবিবাহ বন্ধ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের ডিডি একে এম শফিউল আযম, সাতক্ষীরা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য মেয়ের মায়ের কাছ থেকে এই মর্মে মুছুলেকা নেওয়া হয় যে,মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করবেন না। এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বিয়ের আয়োজন এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
এসময় মেয়ের মা ব্যতীত দুই পক্ষের সকলেই আত্মগোপনে চলে যান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]