আবু সাঈদ সাতক্ষীরা : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আশরাফ কারিকর (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোরে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ সদরের মোকছেদ কারিকরের ছেলে।
র্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পে সূত্রে জানাযায়, আশরাফ কারিকর সাতক্ষীরা জেলার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত নড়াইল, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। ২০১০ সালে আশরাফ কারিকর বিপুল পরিমান ফেন্সিডিলসহ নড়াইল জেলার কালিয়া থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়। তার বিরুদ্ধে কালিয়া থানায় একটি মাদক মামলা হয়। মামলার বিচারকাজ শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী মোঃ আশরাফ কারিকরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রায় ২৩ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে র্যাব-৬, সাতক্ষীরা ও র্যাব-১, উত্তরা একটি যৌথ অপারেশন পরিচালনা করে ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-০৫ এলাকা হতে কুখ্যাত মাদক কারবারি মোঃ আশরাফ কারিকরকেগ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]