ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জের ধরে যুবককে মারপিট করে স্বর্ণের চেইন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় শহরের মিল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী শেখ সাহিল হাসান (২৫) সদরের রসূলপুর এলাকার শেখ শাহাজানের ছেলে। এঘটনায় ভুক্তভোগী সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সদরের মাগুরা গ্রামের মোঃ আব্দর জব্বারের ছেলে আব্দুল মান্নান(৪৮), উত্তর কাটিয়া দাশপাড়া এলাকার নুর ইসলাম মোড়লের ছেলে মোঃ রাশেদ মোড়ল(৩৫), সাঈদ মোড়লের ছেলে মোঃ রায়হান মোড়ল(৩২) সহ অজ্ঞাত ৩/৪ জন পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার সময় লোহার রোড, জিআই পাইপ, বাশের লাঠি নিয়ে ভুক্তভোগীর উপর হামলা চালিয়ে তার গলার চেইন ও নগদ ৩৫ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয় এক পর্যায়ে এলাকাবাসী ও বাজারের লোকজন এগিয়ে আসলে তারা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এসময় ভুক্তভোগীর ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়।
এই বিষয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]