নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা যুব ফোরামের দুইদিন ব্যাপী দক্ষতা বৃদ্ধি রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে '২৫) সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলা যুব ফোরামের ২ দিন ব্যাপি সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম আজিজুল হক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানা ও ফিল্ড অফিসার বিপুল রায়।
উল্লেখ্য, গত ২১ মে, ২০২৫ তারিখ রিফ্রেসার্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন এবং ২২ মে প্রশিক্ষণের সমাপনী হয়। সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের যুব ফোরাম সদস্যরা এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন। এই রিফ্রেসার্স প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের যুবরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবন মান উন্নত করা, মানসিক শক্তি দৃঢ় করা, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]