সাতক্ষীরায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী আনজুয়ারা ও তার ছেলে আসিফসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গড়েরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ।
গ্রেপ্তারকৃতরা হলেন—আনজুয়ারা, তার ছেলে আসিফ এবং বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আবদুর রহিম। অভিযানে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, চাপাতি, কুড়াল, চুরি, সাতটি চাকু ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে। সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ জানান, “আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”
স্থানীয়রা অভিযোগ করেন, আনজুয়ারা নিজের বাড়িটিকে মাদকের ডেরায় পরিণত করেছিলেন। পরিবারের সদস্যরাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং বাধা দিলে স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মারপিট করতো।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে। একই সঙ্গে স্থানীয়রা পালিয়ে থাকা আনজুয়ারার ভাই আশরাফুল ইসলাম ও স্বামী সাবেক পুলিশ কনস্টেবল শামসুর রহমানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]