সাতক্ষীরায় র্যাবের অভিযানে একটি দেশি তৈরী পিস্তল ও একটি ওয়ান সুটারগান উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়ার আজগর কন্টাক্টারের গলির ঝোপ-ঝাড়ের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় উক্ত অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি জানায়, গত ১ ফেব্রুয়ারি র্যাব সদস্যরা সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়া এলাকায় টহল ডিউটি করছিলেন। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়া ১নং ওয়ার্ড এর আজগর কন্টাক্টার নামক গলিতে ঝোপ-ঝাড়ের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় সন্দেহ জনক বস্তু পড়ে রয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৩.৪০ টার সময় উক্তস্থানে পৌছালে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় দুই টি এয়ার গান সদৃশ্য পিস্তল যার একটি বাট কাঠের (দেশিও অস্ত্র) এবং অন্যটি (ওয়ান শুটার গ্যান)। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত ওয়ান শুটারগান এবং দেশি পিস্তল সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]