মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান জুলাই বিপ্লবের শহীদ পরিবার, আহত এবং কারাবরণকারীদের সম্মাননা প্রদান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা।
বৃহস্পতিবার (২৭ শে ফেব্রুয়ারি) বিকালে শহীদ রাজ্জাক পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ পরিবার, আহত, কারাবরণকারীদের কাছে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ্।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ পরিবার, আহত ও কারাবরণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]