সাতক্ষীরা সদরের শাল্যে বেতনা যুব সংঘের আয়োজনে, একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় ও সিডো সাতক্ষীরার বাস্তবায়নে অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। (২০ শে জুন) মঙ্গলবার সকাল ১১ টায় ৩৪ নং শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কারিগরি সহযোগিতায় এ অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত হয়।
অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা মুলক মহড়া পরিচালনা করেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ শিমল রানা।
এসময় উপস্থিত ছিলেন ৯ নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১ নং ওয়াড সদস্য মো. নূরুল হুদা, শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দেব্রত কর্মকার, ফিনান্স অফিসার চন্দন বৈদ্য,ফিল্ড ফ্যাসিলিঠেটর বৈশাখী সুলতনা, বেতনা যুব সংঘের সভাপতি মো. মাসুদ রানা, সেক্রেটারী সাব্বির আহমেদ সহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]