সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা প্রদান করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা পলাশপোল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল স্মৃতির সরণি, আবেগের বন্দর।
সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে জানুয়ারি–জুন ২০২৫ এ অবসরপ্রাপ্ত শিক্ষক–কর্মচারীদের হাতে তুলে দেয়া হলো অবসর ভাতা—শুধু অর্থ নয়, তাঁদের দীর্ঘ শিক্ষাজীবনের প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক।
সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, সম্পাদক আব্দুল মালেক গাজী এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন।
সমিতির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান তাঁর মূল প্রবন্ধে তুলে ধরেন শিক্ষকের দায়বদ্ধতা, সংগ্রাম আর ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তাঁদের আত্মত্যাগের মহিমা।
অনুষ্ঠানে আবেগঘন বক্তৃতা দেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম শামীম, বদিউজ্জামান খান, গাজী মিজানুর রহমান, সাবেক সচিব আব্দুল জব্বার, আব্দুল্লাহ, সুব্রত বৈদ্য, ফজলুর রহমান প্রমুখ।
প্রবীণ শিক্ষক–কর্মচারীদের চোখেমুখে ছিল অশ্রুজল আর আনন্দের দীপ্তি। একদিকে বিদায়ের ব্যথা, অন্যদিকে স্বীকৃতির মধুরতা। যেন শরতের স্নিগ্ধ আকাশে হঠাৎ উঁকি দেওয়া পূর্ণিমার চাঁদ—মুহূর্তটিকে আরও আবেগঘন করে তুলেছিল।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মোঃ নজিবুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]