ব্রেকিং দ্য সাইলেন্স'র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন সহযোগিতায় স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ এবং যৌন নির্যাতনমুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সদরের কাশেমপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় বুধবার সকালে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ এবং যৌন নির্যাতন মুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাশেমপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার শেখ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সুপার মো. মিজানুর রহমান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
আলোচনা সভায় মোট ১৫০ শিক্ষার্থী অংশগ্রহন করে এবং অংশগ্রহনকারী সকলকে বৃক্ষরোপনে উৎসাহিত করতে ১টি করে কদবেল গাছের চারা প্রদান করা হয়।
উল্লেখ্য, স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ এবং যৌন নির্যাতন মুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ইতিমধ্যে লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও হাড়দ্দাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স'র কমিউনিটি সোস্যাল ওয়ার্কার মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট অফিসার সাজেদা হোসেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]