শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরায় 'জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৫' উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে এক বিশেষ প্রচারণা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই '২৫) সকাল ১১.৩০ টায় সাতক্ষীরা শহরের অদূরে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির। এছাড়াও উপস্থিত প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান এবং সহকারী শিক্ষক শেখ তানজিরুল হক। বিআরটিএ'র মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম এবং উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিনও এই সভায় অংশগ্রহণ করেন।
প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে সড়ক দুর্ঘটনা রোধে নানা গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, 'সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মান্য করা অত্যন্ত জরুরি। নিরাপদ সড়ক ব্যবহারের জন্য সঠিক জ্ঞান থাকা প্রয়োজন।'
মোঃ আশরাফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'সড়কের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। শিক্ষার্থীরা সচেতন হলে সমাজে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।' শেখ তানজিরুল হক সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ট্রাফিক সাইন সম্পর্কে অবহিত করেন।
সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক সাইন সম্পর্কিত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। এই প্রচারণা সভা শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও ব্যাপকভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে বিআরটিএ'র পক্ষ থেকে জানানো হয়েছে।
সড়ক নিরাপত্তা বিষয়ে এই ধরনের সচেতনতামূলক প্রচারণা সমাজে সড়ক দুর্ঘটনা হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে সড়ক ব্যবহারের সঠিক নিয়ম-কানুন সম্পর্কে জ্ঞান বাড়ানো গেলে তা তাদের ভবিষ্যত জীবনে নিরাপদ সড়ক ব্যবহারে সহায়ক হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]