মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জুলাইযোদ্ধা ও ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার অফিস সম্পাদক মোঃ নুরুন্নবীর মায়ের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বাদ আসর মাহমুদপুর ঈদগাহ ময়দানে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে ইমামতি করেন মরহুমার ছেলে মোহাম্মদ নুরুন্নবী নিজে। জানাযায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
জানাযার পূর্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মোঃ আল মামুন এবং আলিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমির মাওলানা মাহমুদুন্নাবী।
প্রসঙ্গত, তিনি কিডনি সমস্যা জনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানেই বৃহস্পতিবার সকাল ৯ টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]