সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স'র প্রকল্প অফিসে শিশু অধিকার পরিস্থিতি, লঙ্ঘন, মনিটরিং, তথ্য উপস্থাপন ও শিশুদের সেবাপ্রাপ্তি সহজীকরণ শীর্ষত সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন সোমবারে ব্রেকিং দ্য সাইলেন্স'র আয়োজনে সাতক্ষীরা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, ওসিসি কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিক, সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার শিশু ও ইযূথ সদস্যরা। এসময় শিশু ও ইয়ূথরা তাদের এলাকার বাল্য বিবাহ, বিশুদ্ধ পানির সমস্যা, স্কুল থেকে ঝরে পড়া শিশু, কমিউনিটি ক্লিনিকের সেবার মান, যৌন হয়রানি, খেলার জায়গার সমস্যা, রাস্তার অবকাঠামোগত উন্নয়ন, স্কুলে খেলার সামগ্রী, স্কুলে কমিউটার ল্যাব, মাদক দ্রব্য প্রভৃতি বিষয়ে অতিথিদের নিকট তুলে ধরেন।
অতিথিবৃন্দ তাদের সমস্যা গুলো শোনেন এবং সেগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন।
সংলাপ সভাটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স'র প্রকল্প অফিসের ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]