সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসারত রোগীকে কথিত ক্লিনিক ট্রমা সেন্টারে নিয়ে ১৫ হাজার টাকার বিনিময়ে অপারেশন করে টাকা নেওয়া অপরাধে বিচার চেয়ে সাতক্ষীরা সিভিল সার্জন এর নিকট টাকা ফেরতসহ বিচার এর দাবিতে লিখিত অভিযোগ দায়ের, ডাক্তার হাফিজুল্লার বিরুদ্ধে। লিখিত অভিযোগ সূত্রে প্রকাশ সাতক্ষীরা শহরের আলিয়া মাদ্রাসা এলাকার আব্দুল জলিল সড়ক দূর্ঘটনায় পা ভেঙ্গে ২০ সেপ্টেম্বর রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। পুরুষ চার্জারী ১ নং ওয়ার্ডের অর্থো এক্সট্রা ১২ নং বেডে কিন্তু ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২ টার দিকে ঐ রোগী ও রোগীর স্বজনদের ভুল বুঝিয়ে সদর হাসপাতাল থেকে ছাড় পত্র না করে ডাক্তার হাফিজুল্লাহ এর নিজস্ব ক্লিনিক শহরের নারকেল তলায় অবস্থিত ট্রমা সেন্টারে অপারেশন এর নামে ১৫ হাজার হাতিয়ে নিয়ে তাৎক্ষণিক ঐ রোগীকে পূনরায় সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে রোগীর স্ত্রী খাদিজা খাতুন বিচার দাবি ও উক্ত টাকা ফেরতসহ ডাক্তার হাফিজুল্লার বিচার চেয়ে ২৫/৯/২৪ তাং সাতক্ষীরা সিভিল সার্জনের বরাবর লিখিত অভিযোগ করেন। তিনি অভিযোগে আরো উল্লেখ করেন ডাক্তার হাফিজুল্লার নির্দেশে দালাল মারফত ঐ ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। কথিত ঐ দালাল রোগীসহ রোগীর লোকজনদের আজকেই জলিল এর পা অপারেশন করতে হবে আর আজ যদি না হয় তাহলে রোগীর গুরুত্ব পূর্ণ ক্ষতি হবে এবং সদর হাসপাতালে চিকিৎসা ভালো হবেনা। শুধু তাই নয় সদর হাসপাতালে খরচ হবে ৩০ হাজার টাকা তবে ডাক্তার হাফিজুল্লার ক্লিনিকে অপারেশন করলে ১৫ হাজার টাকা খরচ হবে এবং চিকিৎসা ভালো হবে। ভুক্তভোগী খাদিজার দাবি সরকারি হাসপাতাল থেকে ডাক্তার ব্যক্তিগত ক্লিনিকে নিয়ে প্রতারণা ও হয়রানি করে টাকা নেওয়ায় জন্য, খাদিজা সুবিচার দাবি করেন। এবিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসার ডাক্তার আব্দুস সালাম এ প্রতিবেদককে বলেন ডাক্তার হাফিজুল্লার ক্লিনিক অবৈধ এবং তার নিবন্ধন নেই।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]