নিজস্ব প্রতিনিধি: সনদপ্রাপ্ত হাফেজদের পাগড়ি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর আয়োজনে (৮ এপ্রিল) রবিবার বিকালে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার হলরুমে সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্ছি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও হাফেজদের পাগড়িসহ সনদ প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান রাসেল প্রমুখ। এসময় সম্মানিত হাফেজ রা কুরআন তেলাওয়াত করে শোনান।
৮ জন ৩০ পারা কোরআনের হাফেজ কে পাগড়ি পরান হয়। ক্রেস্ট, সনদপত্র প্রদান ও পবিত্র কোরআন, নামাজের পাটি সহ বিভিন্ন উপহার প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিশন মসজিদের ইমাম হাফেজ ইব্রাহিম খলিল সহ শিক্ষক অভিভাবক সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার ড. মুফতি আক্তারুজ্জামান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]