"সবাই মিলে সঞ্চয় করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী জাতীয় সঞ্চয় অভিযান ২০২৪ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় জেলা সঞ্চয় অফিসে, জেলা সঞ্চয় অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক কাজী হাসান উল্লাহ'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকুমার দাস।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রাক্তন সঞ্চয় অফিসার কাজী আবু হেলাল মো. জিন্নু রায়েন। এসময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরার প্রাক্তন সিভিল সার্জন ডাঃ মীর ইস্কান্দার আলী,প্রাক্তন ব্যাংক কর্মকর্তা আবু বককর সিদ্দিকী, সেনাবাহিনীর (অবসরপ্রাপ্ত) সার্জেন্ট মোসাদ্দেক হোসেন প্রমুখ।
উল্লেখ্য ৫ মে থেকে শুরু হয়ে ১১মে পর্যন্ত দেশব্যাপী জাতীয় সঞ্চয় অভিযান চলবে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরাতেও সপ্তাহব্যাপী জাতীয় সঞ্চয় অভিযান চলমান থাকবে।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ে ব্যক্তি যেমন উপকৃত হয়। অন্যদিকে পুঞ্জীভূত সঞ্চয়ে দেশের অর্থনীতি উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে। সুতরাং পরিবার সমাজ ও দেশকে শক্তিশালী করতে সঞ্চয়ের কোন বিকল্প নেই।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]