সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে কমিউনিটিভিত্তিক সবজি চাষে ব্যবসায় উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বে-সরকারি উন্নয়ন সেভ দ্য চিলড্রেন’র সহায়তায় “ইয়াং উইমেন ইকোনোমিক ইম্পার্মেন্ট” প্রকল্পের মাধ্যমে সোমবার সকালে (২৪ জুলাই) বিটিএস এর হলরুমে ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ উদ্যক্তাদের মাঝে বিনামূল্যে ১৫০ জনের মাঝে এসিআই লাউ, ঝিঙা ও বরবটির বীজ বিতরণ করা হয়েছে।
বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
এসময় উপস্থিত ছিলেন, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার সাবেরা ইয়াসমিন, এসিআই লিমিটেড এর এরিয়া ম্যানেজার সোহাগ আহমেদ, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম, “ইয়াং উইমেন ইকোনোমিক ইম্পার্মেন্ট” প্রকল্পের সমন্বয়কারী মো. মেহেদি হাসান, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ ও কমিউনিটি মোবিলাইজার রুবিনা খাতুন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]