রুহুল কুদ্দুস, সাতক্ষীরাঃ সাতক্ষীরায় উদ্যোক্তা তৈরীতে যুব সদস্যদের নিয়ে সবুজ উদ্যোগের উপর পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন-২৫) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো আয়োজনে ও বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ ও গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায় উদ্যোক্তা তৈরীতে এক্টিভিস্টা সদস্যদের নিয়ে সবুজ উদ্যোগের উপর পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর, তালা, কালিগঞ্জ ও শ্যামনগর থেকে যে সকল তরূণ-তরুণী টেকসই সবুজ উদ্যোক্তার জন্য পরিকল্পনা জমা দিয়েছিল তার মধ্য থেকে ১৩ জন এক্টিভিষ্টা সদস্য এই সেশনে অংশগ্রহনের সুযোগ পেয়েছে।
সেশন পরিচালনা করেন গ্রাসরুটস যুব উন্নয়ন সংস্থার চিফ কো-অর্ডিনেটর আমজাদ হোসাইন, ও লিড মেন্টর/ফ্যাসিলিটেটর ফজলুল কাদের আপন সাজিদ।
উপস্থিত ছিলেন গ্লোবাল প্ল্যাটফর্ম সেক্রেটারিয়েট ও একশনএইড বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার অলকানন্দা দত্ত, প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ, ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ সুমন আচার্য্য, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, সাতক্ষীরা ইয়ূথ হাবের সভাপতি সাকিব হোসেন, সদস্য ইফতি জামিল প্রমুখ।
কর্মশালার বিষয়বস্তু ছিল জলবায়ূ পরিবর্তনের প্রভাব এবং প্রশমন কৌশল সম্পর্কে আলোচনা, সবুজ উদ্যোক্তার ভুমিকা, গুরুত্ব ও বর্তমান পরিস্থিতি সেক্টর চিহ্নিতকরণ, মানদন্ড নির্দ্ধারন, সবুজ খাত/উপখাতে কর্মসংস্থানের অনুমান, বিভিন্ন সুযোগ এবং চ্যালেঞ্জের জন্য বিভিন্ন সুযোগ, সম্প্রসারণ এবং উদ্ভাবন, ফলোআপ কর্ম প্রতিশ্রæতি। ব্যবসা অভিক্ষেপ এবং পরিকল্পনা প্রক্রিয়া, উদ্দেশ্য সংজ্ঞায়িত করা, বাজার গবেষণা, লক্ষ্য শ্রোতা সনাক্তকরণ, মার্কেটিং প্লান/ব্রান্ডিং, আর্থিক পরিকল্পনা এবং লাভ মার্জিন, ব্যবসায়িক পরিকল্পনা, ধারনার প্রাসঙ্গিককরণ, গ্রীন বিজনেস আইডিয়া ব্যবস্থাপনা, স্কেলিং আপ এবং যোগাযোগ করা। তহবিলের জন্য আবেদন, গ্রাহক ও স্টেকহোল্ডার সনাক্তকরন, প্রেক্ষাপটে সবুজ উদ্যোক্তা মডেল স্থাপন করা, সবুজ উদ্যোক্তা ধারনা অর্থায়ন।
উল্লেখ্য এই প্রশিক্ষণ থেকে যে পরিকল্পনা গুলো পাওয়া যাবে সেগুলো যদি সবুজ উদ্যোগের সাথে সম্পৃক্ততা থাকে পরবর্তীতে সেগুলো বাস্তবায়ন করার সুযোগ রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]