নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সাতক্ষীরার আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর সোমবার বিকেলে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে পিএফজি এ্যম্বাসেডর আশেক-ই-এলাহী এর সভাপতিত্বে ও এ্যম্বাসেডর মোস্তাফিজুর রহমান উজ্জল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, পবিত্র মোহন দাস, হেনরি সরদার, অধ্যাপক অমিত চক্রবর্তী, ড.মুফতি আক্তারুজ্জামান, ড. দিলারা বেগম, অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, ফরিদা আক্তার বিউটি, শেখ হেদায়েত হোসেন, কবি স. ম তুহিন, এডভোকেট মনিরউদ্দীন, এডভোকেট সেলিনা পারভীন আক্তার শেলী, দিলীপ কুমার মন্ডল, মনিরুজ্জামান মুন্না, ওয়াইপিএজি'র সমাপ্তি গাইন, শিখা দাস, আল আমিন, দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো-অর্ডিনেটর আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতির বন্ধন দিনে দিনে কমে গিয়েছে।
দেশে রাজনৈতিক, ধর্মীয়, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সকল ধর্মের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পিএফজি'র পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]