হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
এসময়,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মোঃ শরিফুল ইসলাম,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা,সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালাট টিমের পরিচালক শেখ মাহবুবুর হক,সদস্য সুমাইয়া ইয়াসমিন, মেহেদী হাসান, সুমাইয়া ইয়াসমিন সাবিনা, জেলা পুলিশ প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ইনোভেশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সাইবার অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার আয়োজন,অপরাধ সংঘটনের সাথে সাথে থানায় ও বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া, ভিকটিমের তথ্য গোপন রাখা ও সুরক্ষা নিশ্চিত করা, সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা আইসিটি শিক্ষকদের মাধ্যমে সচেতন বৃদ্ধি ও স্কুলে অভিভাবক সমাবেশ, সরকারি সেবায় প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং চলমান উদ্ভাবনী প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]