সাতক্ষীরায় হ্যালোর শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কর্মশালা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরার এলজিইডি মিলনায়তনে সাতক্ষীরার ২০ জন শিশুর
অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। কর্মশালায় সভাপতিত্ব করেন শিশু সাংবাদিক অগ্রঃ-বিসর্গ।
শিশু অধিকার, শিশু সাংবাদিকতা সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয় এ কর্মশালা থেকে। কর্মশালায় ইউনিসেফ এর প্রতিনিধি ঝুমুর ব্যানার্জী ও হ্যালো ডট বিডি নিউজের কো-অর্ডিনেটর সাদিক ইভান স্বাগত বক্তব্য রাখেন।
সাদিক ইভান শনি ও রবিবার দুই দিনের প্রশিক্ষণ পরিচালনা করবেন। কর্মশালায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, জাতি গঠনের শিশুদের সুরক্ষা অত্যন্ত জরুরী। এজন্য শিশুদেরকে যথাযথ প্রস্তুত করতে হ্যালো’র কার্যক্রম
প্রশংসনীয়।
আসাদুজ্জামান বাবু বলেন, শিশুদের জন্য হ্যালো সকল কাজ এগিয়ে নিতে তিনি সাতক্ষীরায় কাজ করে যাবেন। শিশুদের যেখানে যে কাজে সমস্যা বোধ করবে
সেখানে তিনি তার সাধ্য দিয়ে কাজ করতে হবে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]