নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ এবং তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ মে) দুপুর ১ টায় সাতক্ষীরা ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসার মো. আজগর আলী'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।এসময় উপস্থিত ছিলেন জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসের এস এ এস সুপার মো. আব্দুস সোবহান, এস এ এস সুপার মো. সাঈদুর রহমান,জেলা শিক্ষা অফিসার মো. শাহাজান কবীর।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসের অডিটর এস এম ফিরোজ মোস্তফা প্রমুখ।
উল্লেখ্য বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ উপলক্ষে ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত ৩ দিনব্যাপী সাতক্ষীরা ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসে বিশেষ সেবা কার্যক্রম চলবেসমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান।
ক্যাপশন: সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]