নিজস্ব প্রতিনিধি : অধিকার ,কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র এবং একটি পরিপূর্ণ জীবনের জন্য গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নবায়নযোগ্য জ্বালানি অধিকার আদায়ের লক্ষ্যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) এর সহযোগিতায় সুন্দরবন ফাউন্ডেশন ও আনন্দ সংস্থার আয়োজনে সাইকেল র্যালি করা হয়েছে।
মূল দাবি, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানো, কয়লা, তেল ও গ্যাসের পরিবর্তে সৌর, বায়ু, বায়োগ্যাস, জলবিদ্যুৎ ইত্যাদি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানো। সরকারি নীতি ও বিনিয়োগ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির গবেষণা, অবকাঠামো ও প্রযুক্তিতে বাজেট বরাদ্দ বাড়ানো। গ্রামীণ ও শহুরে এলাকায় সোলার হোম সিস্টেম, উইন্ড টারবাইন ইত্যাদি সহজলভ্য করা। সবার জন্য সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানিকে সহজলভ্য ও সাশ্রয়ী করে বিদ্যুৎ বঞ্চিত মানুষদের আলো দেওয়া। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কার্বন নিঃসরণ কমানো। শিল্প ও বিদ্যুৎকেন্দ্রে সবুজ প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করা। যুব সমাজ ও স্থানীয় সম্প্রদায়ের সম্পৃক্ততা, নবায়নযোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থান বৃদ্ধি।
ন্যায্য জ্বালানি রূপান্তর (Just Energy Transition) জীবাশ্ম জ্বালানি খাত থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সময় শ্রমিক ও ক্ষতিগ্রস্ত জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।
বিভিন্ন দাবি লেখা সম্বলিত ব্যানার ও প্লাকার্ড সহকারে শহরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হতে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুন্দরবন ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়। সাইকেল র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন অধ্যাপক মোজাম্মেল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, সুন্দরবন ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার রোহিত কুমার দাস ও শারমিন সুলতানা, রফিকুল ইসলাম, তামিম হোসেন, হৃদয় মন্ডল, পূজা ঘোষ প্রমুখ। সাইকেল র্যালিতে সুন্দরবন ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]