সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত পরিবারে হাইজিন উপকরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা, জেলা সমাজসেবার উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, প্রকল্প সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান, প্রজেক্ট অফিসার লাইফ লুড এবং ট্রেনিং অফিসার এনামুল হক প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, এসজিডির গোলে বলা হয়েছে কেউ সুবিধাবঞ্চিত থাকবে না। সেটা বাস্তবায়নে উত্তরণ সংস্থা কাজ করে যাচ্ছে। উত্তরণ সিলিটের বন্যার্থ মানুষের পাশে দাড়িয়েছে। সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। এতে বস্তিবাসীদের বাদ থাকবে, সেটা সম্ভব নয়।
এসময় ৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং ৫০০ পরিবারের মাঝে হাইজিন বিতরণ করা
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]