নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে সূর্যমণি প্রকল্পের ‘স্থানীয় পর্যায়ে জ্ঞান বিনিময় কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্প সূত্রে জানা যায়, এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ এর বাস্তবায়নে সূর্যমণি প্রকল্প উচ্চমূল্যের ফসল প্রবর্তন, ধান-ভিত্তিক শস্যবিন্যাসকে পরিপূরক করে, এবং বাজার সাথে সংযোগ বৃদ্ধির মাধ্যমে সূর্যমুখীর ভেল্যু চেইন শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে ‘স্থানীয় পর্যায়ে জ্ঞান বিনিময় কর্মশালায়' প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা ডিএই, উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রনয় বিশ্বাস, সহকারী কমিশনার (সাধারণ), ডিসি অফিস, সাতক্ষীরা এবং মোঃ জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কলারোয়া, সাতক্ষীরা।
এছাড়াও কর্মশালায় বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সূর্যমুখী চাষিরা অংশগ্রহণ করেন।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আবিদ উল কবির, প্রোগ্রাম ম্যানেজার-গ্রীন ইনোভেশন, হিউম্যানিটারিয়ান অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন প্রোগ্রাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]