নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় স্থানীয় কোচিং সেন্টারগুলি বেপরোয়া হয়ে উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল টাইমে দেদারছে চালাচ্ছে রমরমা কোচিং ব্যবসা। কোচিং মুখি হওয়ার কারণে বিদ্যালয় গুলিতে অনুপস্থিতির হার দিন দিন বাড়ছে। কোচিং সেন্টারের লোভনীয় অফার এ প্লাস পাইয়ে দেওয়ার গ্যারান্টি দিয়ে শহরে বাসা ভাড়া নিয়ে বুনিয়াদ, স্টার কিসডস্, বেসিক কোচিং সেন্টার, গোল্ডেন সান, লালসবুজের পাঠশালা, মেরিট শিক্ষা পরিবার, কনফিডন্স, হিমাদ্রী সারের স্পেশাল ব্যাচ, রোমসসহ নামে বেনামে চালাচ্ছেন এই কোচিং সেন্টার। কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে বেশি বেশি নম্বর দিয়ে আকৃষ্ট করছে। অথচ ঐ শিক্ষার্থী স্কুলের পরীক্ষায় অত বেশি নম্বর পাচ্ছেনা। সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় লোভনীয় অফারের মধ্য দিয়ে কোচিং ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। এটি একটি গুরুতর সমস্যা যা শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। এ ব্যাপারে সচেতন অভিভাবক মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
শহরের কোচিং বাণিজ্য বিয়য়ে জেলা শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের বলেন, জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় জেলা প্রশাসক মহোদয় নির্দেশনা দিয়েছেন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোচিং সেন্টার গুলো বন্ধ রাখার। এজন্য জেলা তথ্য অফিস মাইকিং করেছে কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য। খুব শীঘ্রই কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
সাতক্ষীরার সচেতন মহল ও অভিভাবকদের দাবী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দ্রুত কোচিং সেন্টারগুলির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্যকারীদের আইনের আওতায় আনতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]