সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুর রহমানকে ঘাড় ধাক্কা দিযে বের করে দেওয়ার ঘটনায় বিএনপি–ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার দুপুরে বিদ্যালয়ের ফটকে আয়োজিত মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজহারুজ্জামান মুকুল, শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন, বল্লী নতুন বাজার কমিটির সভাপতি ডা. অলিউর রহমান, সিটি কলেজের গণিতের প্রভাষক শামসুর রহমান, বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রশ্নি আক্তার ও নবম শ্রেণীর ছাত্রী রোকসানা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাতক্ষীরা সদর থানা পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। এই সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে থানা ঘেরাও কর্মসূচির হুশিয়ারি দেয়।
উল্লেখ্য, গত রোববার সকাল সাড়ে নয়টায় স্কুলে ঢুকে লোহার রড, লাঠি ও পাইপ দিয়ে শিক্ষক শফিকুল ইসলামকে পিটিয়ে জনসম্মুখে টেনে নিয়ে লাঞ্ছিত করেন স্থানীয় বিএনপি–ছাত্রদল নেতারা।
এ ঘটনায় শিক্ষক শফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার দুপুরে সদর থানায় এজাহার দায়ের করেন। এজাহারে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, বল্লী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার মন্টু, বিএনপি কর্মী আব্দুল গনি, ইউপি সদস্য আব্দুর রইচ, ইসলাম কবিরাজ, বল্লী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, শিক্ষক শফিকুল ইসলাম থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টির আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]