
সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন স্বদেশ সংস্থার আয়োজনে ক্লায়েন্ট সভা ও স্কুল গার্লস গ্রুপ সভা অনুষ্ঠিত।
সাতক্ষীরার উন্নয়ন সংগঠন স্বদেশ সংস্থার বাস্তবায়নে"আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পটি বাস্তবায়ন করছে।" এরই ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শনিবার সকাল ১০ টায় স্বদেশ আইন সহায়তা কাজের অংশিজন ক্লায়েন্টদের সাথে চলমান মামলা বিষয়ে মতবিনিময় করেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত। এছাড়া বিকাল ৪টায় স্বদেশ অফিসে ইয়ুথ গার্লস গ্রুফ সদস্যদের দায়িত্ব কর্তব্য, মানবাধিকার, জেন্ডার ও ভিত্তিক সহিংসতা, বিভিন্ন আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।আলোচনা শেষে সদস্যরা এলাকাতে মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার ক্ষেত্রে উদ্যোগী হয়ে কাজ করার মতামত ব্যক্ত করেন।
এছাড়া শিশু বিবাহ প্রতিরোধ ও মানব পাচার প্রতিরোধে সকলকে কাজ করতে অনুরোধ করাহয়।
সকলকে ০১৩৩৯৬২৬৮৮৪ স্বদেশ হটলাইন নাম্বরে কল করে জরুরী পরামর্শ ও আইন সহায়তা গ্রহনের জন্য বলা হয়। নিজ উদ্যোগে একটি হোয়াটসএপ গ্রুপ পেজ খোলা হয়।
বক্তব্য রাখেন আহবায়ক শাহানারা পারভীন।
অনুষ্ঠানটি পরিচালনা ও সহযোগীতায় ছিলেন স্বদেশ সংস্থার নাগরিকতা প্রকল্পের পিও মোঃ আজাহারুল ইসলাম ও পারালিগাল মোঃ শরিফুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]