ফিরোজ হোসেন, সাতক্ষীরা : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা জেলার কোরবানীর পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অব্যাহত আছে । জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা জেলার ৭ টি উপজেলার কোরবানীর পশুর স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় আবাদের হাট, ধুলিহর, তালা উপজেলার পাটকেলঘাটা পশুর হাট, জেঠুয়া, কলারোয়া উপজেলা পশুরহাট সহ জেলার সকল কোরবানীর পশুর হাটগিলোতে এ ভেটেনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পগুলোতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. নাজমুস সাকিব পরিদর্শন করছেন। এসময় তারা ক্রেতা-বিক্রেতাদের বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যবান্ধব উপায়ে পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণ বিষয়ে পরামর্শ দিচ্ছেন।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নাজমুস সাকিব বলেন, সদর উপজেলা ৩ টি কোরবানীর পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প চলমান আছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান বলেন, জেলার ৭ টি উপজেলায় ১৫ টি পশুর হাটে মেডিকেল ক্যাম্প চলছে। যার মধ্যে স্থায়ী ৯ টি ও অস্থায়ী ৬ টি কোরবানীর পশুর হাটে মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে।
জনগণ যাতে সুস্থ সবল পশু ক্রয় করতে পারে সেদিকে লক্ষ্য রেখে জেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে মেডিকেল টিম কাজ করছে। ‘সাধারণ মানুষ যাতে নিরাপদ পশু কিনতে পারে, অসাধু খামারিরা যাতে রোগা ও অসুস্থ পশু বিক্রি করে ঠকাতে না পারে সেদিকে নজর রাখবে ভেটেরিনারি টিম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]