নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালার খুলনা সাতক্ষীরা মহাসড়কে ৩৫জন সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাসটির নাম্বার ঢাকা মেট্রো স ১১-০৪৬১।
পাটকেলঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ-ওসি মাইনউদ্দিন জানান, রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তালা উপজেলার মির্জাপুর বাজারসংলগ্ন ইসলামকাঠি মোড়ের জগানন্দকাটিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন কৃষ্ণ, সিনিয়র সাংবাদিক হিরন খান, একরামুল ইসলামসহ ৫জন আহত হন। তাৎক্ষণিকভাবে সবার নাম ও পরিচয় জানা যায়নি।
মির্জাপুর বাজারের ভ্যান চালক জোহর আলী বলেন, শাহ সিমেন্টের দ্রুতগামী একটি কাভার্ডভ্যান বামদিক থেকে উল্টোদিকে সাংবাদিকবহনকারী বাসের দিকে চলে আসে। সাংবাদিকবহনকারী ওই বাস দুর্ঘটনা এড়াতে আরেকদিকে চলে যা এবং তিনগড়ান দিয়ে উল্টে পড়ে। এসময় অনেকে আহত হয়। তার মধ্যে ৫জন গুরুতর আহত হন।
তিনি জানান, এ রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত মাসেও একটি মালবাহী ট্রাক উল্টে গিয়েছিল। দ্রুত সংস্কার প্রয়োজন।
দুর্ঘটনার শিকার এক সাংবাদিক (নাম প্রকাশ করতে না চেয়ে) বলেন, ঘাড়ে আঘাত পেয়েছি, কথা বলতে কষ্ট হচ্ছে। কয়েকজন শরীরের ওপর পড়ে যাওয়ায় প্রচন্ড ব্যথা অনুভব করছি।
সিনিয়র সাংবাদিক নাদিরা পারভিন জানান, শনিবার বিজিবি’র একটি ভাসমান বিওপি উদ্বোধনের সংবাদ সম্পন্ন করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বয়ারসিংয়ে আসেন এবং ঢাকায় ফিরছিলেন সাংবাদিকরা। দুর্ঘটনার কবলে পড়ে যায়।
এ বিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশের সাব ইন্সপেক্টর আনিস জানান, বাসটি রাস্তার পাশে পড়ে আছে, বিজিবি দ্রুত রাস্তায় চলাচল স্বাভাবিক করে দিয়েছে। তবে বাসটি ওঠানোর জন্য চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]