সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন ৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সাতক্ষীরা জেলার তিনটি উপজেলায় নির্বাচন হবে। এই উপলক্ষে আজ ২১ এপ্রিল রবিবার দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে তালা উপজেলায় ৭ জন, দেবহাটা উপজেলায় ৫ জন এবং আশাশুনি উপজেলায় ৪ জন মোট ১৬ জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে তালা উপজেলায় ৬ জন, দেবহাটা উপজেলায় ২ জন এবং আশাশুনি উপজেলায় ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে তালা উপজেলায় ২ জন,দেবহাটা উপজেলায় ২ জন এবং আশাশুনি উপজেলায় ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন, ১) মোঃ রফিকুল ইসলাম, পিতা মোঃ খলিলুর রহমান, গ্রাম দক্ষিণ পারুলিয়া, ২) মোঃ আবু রায়হান, পিতা - লুৎফর রহমান, গ্রাম সখিপুর, ৩) মোঃ মুজিবুর রহমান, পিতা মোঃ মাদার আলী, গ্রাম- রামনাথপুর, ৪) মোঃ আল ফেরদৌস, পিতা মোঃ আবুল কাশেম, গ্রাম কোমরপুর, ৫) মোঃ গোলাম মোস্তফা, পিতা মতিউর রহমান, গ্রাম দক্ষিণ কুলিয়া।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১) মোঃ হাবিবুর রহমান, পিতা মোঃ আবুল কাশেম, গ্রাম মাঘরি, ২) বিজয় কুমার ঘোষ,পিতা বিনয় কুমার ঘোষ, গ্রাম ঘোষপাড়া পূর্ব কুলিয়া।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১) জি এম স্পর্শ পিতা বিন্দাবন স্বর্ণকার, গ্রাম সুবর্ণবাদ, এবং ২) মোছাঃ আমেনা রহমান, স্বামী - উচ্চমান গাজী গ্রাম কোমরপুর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]