নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর দ্বিতীয় রাউন্ডের খেলা
অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে দ্বিতীয় রাউন্ডের খেলার উদ্বোধন করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল।
৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর দ্বিতীয় রাউন্ডের খেলায় উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক
কঙ্কন কুমার দাশ, ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম, সহকারি শিক্ষক মো. আজিজুর রহমান, ফয়জুল হক বাবু, মো. আবুল হোসেন, সুকুমার সরকার, রুহুল আমিন বাবলু, রমেশ চন্দৃ সরকার প্রমুখ।
আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর দ্বিতীয় রাউন্ডেরখেলায় অংশ নেয় জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয় বনাম পল্লী উন্নয়ন উচ্চ
বিদ্যালয়। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোলের খো না পাওয়ায় খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে জিজিকে এইচ কানাই লাল মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে জয়লাভ করে এবং পৌছে যায় সেমিফাইনালে। দিনের অপর খেলায় মুখোমুখি হয় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বনাম হযরত আবুবক্কর (রা.) সিনিয়র সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা।
খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোলের খো না পাওয়ায় খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে হযরত আবুবক্কর (রা.) সিনিয়র সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা ৩-২ গোলে জয়লাভ করে এবং পৌছে যায় সেমিফাইনালে। অপর খেলায় অংশ নেয় এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসা যথাযথ কাগজ-পত্রাদি আনতে না পারায় কমিটির সিদ্ধার্ন্ত মোতাবেক শাল্যে মাছখোলা দাখিল মাদ্রাসাকে বিজয়ী ঘোষণা করা হয়।
পূর্বেই দ্বিতীয় রাউন্ড শেষ করে সেমিফাইনালে গিয়েছিল ডিবি ইউনাইটেড হাইস্কুল। খেলার ম্যাচ রেফারী ছিলেন মিজানুর রহমান, কবিরুল ইসলাম সুজন ও কনক কুমার মাঝি। ম্যাচ কমিশনার ছিলেন মনোরঞ্জন কুমার বিশ্বাস
ও হাবিবুর রহমান। ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর ডিবি ইউনাইটেড হাইস্কুল
ফুটবল মাঠে।
সাতক্ষীরায় ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল
প্রতিযোগিত-২০২৩ এর দ্বিতীয় রাউন্ডের খেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]