শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত ও বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মাঝে ২০২৪-২৫ অর্থবছরের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে রবিবার (১৪সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক নাজমুন নাহার।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,ফরিদা আক্তার বিউটি, খুরশীদ জাহান শিলাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রী বৃন্দ।
এ সময় সদর উপজেলার ২৩ টা স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ৬,৭৬,০০০/- টাকা,তালা উপজেলার ৭ টা সমিতিকে ২,১৪,০০০/-টাকা,আশাশুনি উপজেলার ৫টা সমিতিকে ১,২০,০০০/- টাকা,দেবহাটা উপজেলার ৫ টা সমিতিকে ১,৬০,০০০/- টাকা,শ্যামনগর উপজেলার ২টা সমিতিকে ৬৪,০০০/- টাকা,কালীগঞ্জ উপজেলার ১০ টা সমিতিকে ২,৯০,০০০/- টাকা, কলারোয়া উপজেলার ৩টা সমিতিকে ৬৯,০০০/- টাকা ও বিশেষ অনুদান একটি সমিতি ৫০,০০০/- টাকাসহ সর্বমোট ৫৬ টা সমিতিকে ১৬ লক্ষ ৪৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]