সাতক্ষীরার সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের চুপড়িয়া গ্রামে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ সংগঠিত হয়েছে।
এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের ৪ জন।
আহতদের উদ্ধার করে পরবর্তীতে স্থনীয়রা হাসপাতালে ভর্তি করে।
এর মধ্যে গুরুতর আহত হয়েছে নাছিমা খাতুন (৩৬) নামে এক নারী।
এছাড়া শওকাত আলী, জোহরা খাতুন সংঘর্ষে আহত হয়।
এ বিষয়ে সদর থানায় মামলা রজু। মামলা নং-৭১, তাং ২৭-০৬-২১ইং।
মামলা সুত্রে ও ঘটনার বিবরণে জানা যায় গত ২৫-০৬-২১ তারিখ আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে চুপড়িয়া গ্রামের আব্দুল গফুর সরদারের পুত্র সমুদয়ের সঙ্গে মামলার বাদী একই গ্রামের শওকাত আলীর পুত্র হাসান আলীর সঙ্গে বাড়ির পাশ্বে পানি অপসারনের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে বাদ বিবাদ চলে আসছে। তারই জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার প্রেক্ষিতে গুরুতর আহত নাছিমা খাতুনের স্বামী হাসান আলী বাদী হয়ে একই গ্রামের আব্দুল গফুর সরদারের পুত্র সমুদয় খোরশেদ আলম, মোসলেম আলী, মুকুল হোসেন, টুটুল হোসেন, মিঠুনকে আসামী করে সদর থানায় এজাহার দাখিল করলে ২৭জুন মামলা রজু হয় বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]