আবুল কাসেম: শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাতক্ষীরার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে প্রেসক্লাবের সামনে শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষন কমিটির আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংরক্ষন কমিটির সাধারণ সম্পাদক এস কে হাসান।
মানববন্ধনে সাংবাদিক,উন্নয়ন ও পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন।
বক্তারা শহীদ আনোয়ার হোসেনকে ভাষা শহীদ হিসেবে রাস্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।
সাতক্ষীরার বুধহাটা গ্রামের বাসিন্দা শহীদ আনোয়ার হোসেন খুলনা বিএল কলেজে পড়ার সময় ভাষা আন্দোলনে যোগ দেন। ১৯৪৮ সালের ১১ মার্চ তৎকালিন গান্ধী পার্কে তিনি ভাষা আন্দোলনের ইশতেহার পাঠ করার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন। ১৯৪৯ সালে তাকে আবারও গ্রেপ্তার করে রাজশাহী কারাগারে নেওয়া হয়। গ্রেপ্তারকৃতরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে সোচ্চার হলে জেলখানার খাপড়া ওয়ার্ডে গুলি চালানো হয়। এতে আনোয়ার হোসেনসহ ৭ জন নিহত হন। ভাষা আন্দোলনের প্রথম শহীদ হলেও আনোয়ার হোসেনের রাস্ট্রীয় কোন স্বীকৃতি মেলেনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]